নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করছে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন।
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় নিজেদের উদ্যােগে তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির যৌথ উদ্যোগে ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা হয়। বুধবার বিকেল ৩টা থেকে এ স্যানিটাইজার আনু্ষ্টানিকভাবে বিতরণ শুরু করা হবে।
পর্যায়ক্রমে আরো তৈরি করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা। তবে প্রয়োজনীয় অর্থ ও কাঁচামাল সংকট রয়েছে।
উপজেলার বিভিন্নস্থানে সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিতরণ করা হচ্ছে বলে জানান ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি রুপন দাশ ।
হ্যান্ড স্যানিটাইজার তৈরীতে সহায়তা করছে কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী হূমায়ইরা মুজাহিদ আঁখি।
এসময় উপস্থিত ছিলেন যুব নেতা সেহাবউদ্দিন সাইফু, আমির হোসেন, শহীদুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি সনত বড়ুয়া, সাবেক ছাত্র নেতা সাজ্জাদ হোসেন,সুদর্শন দাশ,ইকবাল হোসেন, ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী রাজ , শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক ইয়াছির আরাফাত, অর্থ সম্পাদক হিমেল চৌধুরী, অনিরুদ্ধ চৌধুরী, আসফাকুল ইসলাম আকিব, মোঃ নায়েম, আফনান বিন নজর ,হামদান বিন সিরাজ, সিদরাতুল মুনতাহা,মোঃ সায়েম, সীমান্ত বড়ুয়া ।
যুব নেতা সেহাবউদ্দিন সাইফু বলেন, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। নিজের এবং অন্যের সুরক্ষায় পারবে এ মহামারী রুখে দিতে।