নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে সীমিত পরিসরে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। তবে এবার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে থাকছে না বাড়তি কোনো আয়োজন।
পূজা মণ্ডপ পরিদর্শন করে আয়োজকদের সাথে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার কানুনগোপাড়া, উত্তর ভূর্ষি, ধোরলা, সারোয়াতলি, কঞ্জুরি, আমুচিয়া ইউনিয়নসহ পৌরসভার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে আয়োজন ও প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা পূজা উাদযাপন কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস বৈশ্বিক করোনা মহামারী প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবারের দুর্গাপূজা সম্পন্ন করার কথা মণ্ডপ কমিটির কাছে তুলে ধরেন।
তিনি বলেন, উপজেলার ৮৩টি সার্বজনীন ও ২৭টি ব্যক্তিগত পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে শাস্ত্রানুসারে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা। সীমিত পরিসরে এবারের আয়োজন হলেও চলমান বৈশ্বিক মহামারী থেকে মুক্তির জন্য মায়ের আরাধনা চলবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।
পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধীর দে, সাংবাদিক রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজুসহ সনাতনী নেতৃবৃন্দ।
পঞ্জিকানুসারে আগামী ২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে ২৬ অক্টোবর বিজয়া দশমী উদযাপনের মাধ্যমে শেষ হবে ৫দিনব্যাপী এ শারদীয় উৎসব।