নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে সিগারেটে আগুন ধরাতে গিয়ে নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
আজ ৫ জুন বুধবার সকালে উপজেলার আকুবদণ্ডী গ্রামের নিজ ঘরে দগ্ধ হন নজরুল।
নজরুল ইসলাম (৪০) উপজেলার আকুবদণ্ডী গ্রামের মৃত ওবাইদুল হকের ছেলে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার তপন নন্দী আলোকিত বোয়ালখালীকে জানান, অগ্নিদগ্ধ নজরুলকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।
পরিবারের সদস্যরা আলোকিত বোয়ালখালীকে জানান, ঘরে সিলিন্ডারের গ্যাস ছড়িয়ে থাকায় সিগারেটে আগুন ধরানো মাত্রই এ ঘটনা ঘটে।
এবি/সবুজ/পূজন