নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী নির্বাচন শুরু হয়েছে। এ কর্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টায় পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন।

সমাজসেবা অধিদফতর ২০১৯-২০২০ অর্থ বছরে এ কর্মসূচির আওতায় উন্মুক্ত পদ্ধতিতে বাছাইয়ের মাধ্যমে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও অসচ্ছল প্রতিবন্ধিদের ভাতাভুক্ত করছে।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্যবৃন্দ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন জানান, উন্মুক্ত বাচাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন কার্যক্রম চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে ২৮ জানুয়ারি শাকপুরা, ২৯ জানুয়ারি সারোয়াতলী, ২ ফেব্রুয়ারি পোপাদিয়া, ৩ ফেব্রুয়ারি চরণদ্বীপ ইউনিয়ন, ৪ ফেব্রুয়ারি শ্রীপুর-খরণদ্বীপ, ৫ ফেব্রুয়ারি আমুচিয়া, ৬ ফেব্রুয়ারি আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদে ও ৯ ফেব্রুয়ারি বোয়ালখালী পৌরসভায় এবং ১০ ফেব্রুয়ারি  কধুরখীল ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচির আওতায় সকল ভাতাপ্রত্যাশীকে সকাল ৯টায় নির্ধারিত তারিখে নিজ নিজ ইউনিয়ন বা পৌরসভায় জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) ফটোকপি, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও সচল মোবাইল উপস্থিত থাকতে হবে। ।

উল্লেখ্য, কোনো প্রকৃত ভাতাভোগী যাতে ভাতা বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সমাজসেবা অধিদফতর সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাচাই কর্মসূচীর নির্দেশনা জারী করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here