নিজস্ব প্রতিবেদক : প্রতারণা করে অর্থ আত্মসাতের দায়ে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজেন দাশকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা থেকে গ্রেফতার করা হয়।
সে স্থানীয় নির্মল কান্তি দাশের ছেলে।
পুলিশ জানায়, রাজেনের বিরুদ্ধে প্রতারণা পূর্বক অর্থ আত্মসাতের ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
রাজেনের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থেকে ২টি, কোতোয়ালী থেকে ৪টি, চকবাজার থেকে ১টি, চাঁদগাঁও থেকে ১টি ও হাটহাজারী এলাকা থেকে ২টি মামলা এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতে দায়ের করা হয়। এর মধ্যে ২টি মামলায় ১ বছর করে ও অপর ২টি মামলায় ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, ৪ মামলায় সাজাসহ ১০টি প্রতারণা পূর্বক অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী রাজেন দাশকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।