নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত পৃথক দুই মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ অগাস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব গোমদণ্ডী চূড়াখালী গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে মাহামুদুল হক ও মধ্যম খিতাপচর কালা কাজী বাড়ির মৃত আহমদুল হকের ছেলে মো. আলম প্র: তুহিন।
বোয়ালখালী থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী জানান, ২০০৯ সালে মাদক নিয়ন্ত্রণ আইনে বোয়ালখালী থানায় দায়েরকৃত মামলায় মাহামুদুল হককে ৩ বছর ও ২০১৬ সালে একই আইনে দায়েরকৃত অপর একটি মামলায় মো. আলম প্র:তুহিনকে ২ বছরের কারাদন্ড দেয় আদালত।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।