নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের পক্ষে একটি সংস্থার সহযোগিতায় বডি প্রটেক্টিভ এপ্রোন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এসব এপ্রোন বিতরণ করা হয়।
করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, বোয়ালখালীতে কর্মরত সংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, পৌর মেয়রসহ ১২জন কাউন্সিলর, এএসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সকল পুলিশ সদস্যদের এ এপ্রোন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, কাউন্সিলর শাহাজাদা এস এম মিজানুর রহমান ও ছাত্রলীগ নেতা কাজেম।