নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, শুক্রবার সকালে উপজেলার পশ্চিম শাকপুরায় জায়গা জবর দখলের খবর পেয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। সাংবাদিকরা ঘটনাস্থলে যাওয়ায় শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনার্দন চৌধুরীর ভাড়াটে গুণ্ডাবাহিনী সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সেইদিন সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ গণ ধোলাই দিয়ে হত্যার হুমকি দিয়েছে। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথা যাবে?

নিরস্ত্র সাংবাদিকদের সাথে এধরণের আচরণকে ন্যাক্কারজনক উল্লেখ করে বক্তারা আরো বলেন, জনার্দন চৌধুরী যেই হোন, তিনি আইনের উর্ধ্বে নন। মূলত তার অপকর্ম দেখে ফেলার কারণে এ ঘটনা ঘটিয়েছেন।

সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সহ-সভাপতি রাজু দে, বি নিউজ ডট কম সম্পাদক আবুল ফজল বাবুল, আলোকিত বোয়ালখালী সম্পাদক তাজুল ইসলাম রাজু, সাংবাদিক এম এ মান্নান, সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবর, মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানা, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক পূজন সেন, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন ও সদস্য ছাদেকুর রহমান সবুজ।

উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় মৃদুল চৌধুরী নামের এক ব্যক্তির জায়গা জবর দখল চেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনার্দন চৌধুরী ও তার বাহিনী ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। এসময় তারা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন ও গণধোলাই দিয়ে হত্যার হুমকি প্রদান করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here