নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দক্ষিণ সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চক্রবর্ত্তী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচন করা হয় তাকে।

তিনি ২০০০ সালের ১১ জুন শিক্ষকতা পেশায় যোগ দেন। ২০১৪ সালে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে বিভাগীয় পরীক্ষায় উর্ত্তীণ হন। তিনি ২০১৫ সালে ১৫ দিনব্যাপী এক প্রশিক্ষণে থাইল্যাণ্ড সফর করেছেন।

উপজেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, বোয়ালখালী ইউ.আর.সি ইনস্ট্রাক্টর আবদুল বাছেত, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম ও গোমদণ্ডী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজির আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শংকর চক্রবর্ত্তী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় দক্ষিণ সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here