নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের বোয়ালখালীতে শুরু হয়েছে ৫দিনব্যাপী পঞ্চদশ উপজেলা স্কাউট সমাবেশ। পশ্চিম কধুরখীল স্কুল এণ্ড কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটদল অংশ নিয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুরে আয়োজিত এ স্কাউট সমাবেশ পরিদর্শন ও স্কাউট দলের প্রতিনিধিবৃন্দের সাথে কথা বলেন বোয়ালখালীতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাংবাদিক রাজু দে, এমএস এমরান কাদেরী, স.ম. রবিউল হোসাইন, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ মহিউদ্দিন, হোসাইন মাহমুদ ও পূজন সেন।
স্কাউট বোয়ালখালী উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন জানান, ২৯ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে সমাবেশের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। এ সমাবেশ চলাকালীন সময়ে প্রতিদিন ১০টি অ্যাডভেঞ্জার অনুশীলন করবে স্কাউট দল। আগামী ৩ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহা তাঁবু জলসা ও ৪ মার্চ সমাপনী এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।