নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে শিশুসহ আলাদা দুইটি ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার চরখিজিরপুর ও শাকপুরা এলাকা থেকে শনিবার ফজল করিম (৬৫) ও শিমুল দে’কে (৩৫) গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বলেন, চরখিজিরপুর ও শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় ধর্ষণের ঘটনা দুইটি ঘটে বলে অভিযোগ করেছেন বাদিরা। মামলার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“চরখিজিরপুর এলাকায় ধর্ষিত নারী গ্রেপ্তার ফজল করিমের বাড়িতে কাজ করতেন। প্রতিবেশী হওয়ায় ফজল করিম শুক্রবার ওই নারীকে তার বাড়িতে তবারক নিতে ডেকে পাঠায়। সেখানে যাওয়ার পর ফজল রান্নাঘরে দরজা আটকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই নারী।”

শনিবার অভিযোগ পেয়েই ফজলকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

এদিকে শাকপুরা বড়ুয়ারটেক এলাকায় শিমুল দে ১২ বছর বয়েসী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে শনিবার অভিযোগ করেছেন শিশুর মা।

অভিযোগের বরাতে ওসি করিম বলেন, “ওই শিশু বোনের সাথে খেলার সময় শিমুল তাকে প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে যায়। একটি পোশাক কারখানার পেছনে নিয়ে শিমুল ওই শিশুকে ধর্ষণ করে।”

শিশুটির মা জানতে পেরে রাতে থানায় মামলা করার পর শিমুলকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here