আলোকিত ডেস্ক : বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কধুরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল ছিদ্দিক।
৩১ জুলাই বুধবার ছেলেধরা গুজব রোধে ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় ছেলেধরা গুজব রোধে ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশ্নোত্তর পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরুস্কৃত করেন ভারপ্রাপ্ত ইউএনও মো. একরামুল ছিদ্দিক।
এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম, বিশ্বজিত বড়ুয়া, সাংবাদিক সিরাজুল ইসলাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বোয়ালখালীর সভাপতি অধীর বড়ুয়া ।
ভারপ্রাপ্ত ইউএনও মো. একরামুল ছিদ্দিক বলেন, ছেলেধরা গুজব রোধে ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ কর্মসূচি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হবে।