মহান মুক্তিযুদ্ধে বোয়ালখালীর বীর শহিদ ওয়াজেদসহ সকল শহিদ মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষণের দাবী জানিয়েছে উপজেলা খেলাঘর নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার (৩০ অগাস্ট) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা আবদুল ওয়াজেদ এর ৪৮ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ দাবী জানানো হয় ।
খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার আবুল বশর, শহিদ ওয়াজেদের বাল্যবন্ধু, হাজেরা তজু বিশ্ববিদ্যায় কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খান,মুসলিম উদ্দিন মাষ্টার,ওয়াজেদের বোন জেবুন নাহার, সংষ্কৃতি সংগঠক মোহাম্মদ আলী, দিশারী খেলাঘরের উপদেষ্ঠা শ্যামল বিশ্বাস,মুক্তিযোদ্ধা আলমগীর, আবদুল হালিম মন্টু,শহিদ এখলাছের ভাগিনা মোজাম্মেল হক এরশাদ, অমল চক্রবর্তী বিশু, শাহ আলম বাবলু, শিমুল দে, ফারজানা ইয়াছমিন শিল্পী,নাজমা আকতার, মনিষা শীল,রাজিয়া সুলতানা, ঐশী দে ।
এর আগে বোয়ালখালী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য প্রদান শ্রদ্ধা নিবেদন করা হয় । অনুষ্ঠানে শহিদ ওয়াজেদকে নিয়ে গান কবিতা শোনায় জেবুন নাহার ও দিশারী খেলাঘর আসরের শিল্পী বৃন্দ ।