নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে শরণার্থী ক্যাম্প ছেড়ে পালিয়ে আসা ৭ রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (২৮ অগাস্ট) রাতে পৌর সদর থেকে তাদের আটক করা হয় বলে জানায় বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী।
তিনি জানান, আটককৃত কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের নাগরিক মো. আলম, নুরুল আমিন, মতিউর রহমান, দিল হোসেন, নুর কবির, মো. জুবায়ের ও আবদুল মালেক বোয়ালখালী পৌর সদরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করলে তারা জানায় কাজের খোঁজে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।