নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে লক ডাউন ভেঙে বিয়ে করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা।

শুক্রবার (১ মে) দুপুর ২ টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের নুর আহমদ জমাদার বাড়ীতে অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোম কোয়ারেন্টিনে থাকারও নির্দেশ প্রদান করা হয় নব দম্পতিকে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, ঢাকায় এক্সিম ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন কধুরখীল ইউনিয়নের আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গত ২৭ এপ্রিল লক ডাউন ভেঙে ঢাকা থেকে বোয়ালখালীতে আসলে ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিলে তিনি মানেননি। আজ শুক্রবার বিয়ে করে বাড়ীতে বউও নিয়ে আসেন।

সরকারি নির্দেশ অমান্য ও সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকায় দণ্ডবিধির ২৬৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা এবং  হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় আদালতকে সহযোগিতা করেন, ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়নের সেনা সদস্যবৃন্দ ও বোয়ালখালী থানা পুলিশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here