বোয়ালখালীতে রেড চিল্লি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউসের যাত্রা শুরু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গোমদন্ডী ফুলতলে আলী কমপ্লেক্সের নিচতলায় রেড চিল্লি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আহমদ খলিল খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, আলী কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী মো. ইউছুপ, রেড চিল্লি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউসের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ টিটু ও ব্যবস্থাপক মো. শামীম।

রেড চিল্লি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউসের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ টিটু বলেন, পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মতভাবে এ রেস্টুরেন্ট পরিচালিত হবে। এতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী খাবার পরিবেশনে সর্বাত্মক চেষ্টা থাকবে। এছাড়া পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক অনুষ্ঠান সমূহে খাবার ও নাস্তার অর্ডার নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here