নিজস্ব প্রতিবেদক:

বোয়ালখালীতে মো. মিরাজ উদ্দিন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কারখানা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. মিরাজ উদ্দিন ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আকিয়া বাপের বাড়ির মো. আব্দুল লতিফের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্টে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here