নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬দোকানিকে ২৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুন।

উপজেলা সদরের মুদির দোকানদার মো. ইকবাল হোসেন, হামিদুর রহমান, অধীর চৌধুরী, সেকান্দর আলম ও খাজা স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫হাজার টাকা করে জরিমানা করেন আদালত। একই আইনে মো. বাহাদুরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুন বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখায় এ জরিমানা করা হয়েছে। পেঁয়াজসহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here