নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে মুদি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিলেন বাহাদুর আলম (৩০) নামের এক ব্যবসায়ী।
আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা বিক্রি করে আসলেও অবশেষে ধরা পড়েছেন পুলিশের জালে।
গতকাল ১৯ মে (মঙ্গলবার) রাত ১২টার দিকে উপজেলার পশ্চিম সারোয়াতলীর ওই দোকান থেকে তাকে আটক করে পুলিশ। এসময় দোকানে বিক্রির জন্য রাখা দেড়শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মুদি দোকানের মালিক ইয়াবা ব্যবসায়ী বাহাদুর আলম উপজেলার পশ্চিম সারোয়াতলীর মো.ইউনুচের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, ইয়াবা ব্যবসায়ী বাহাদুর আলম মুদির ব্যবসার আড়ালে রীতিমতো ইয়াবার দোকান খুলে বসেছিলো। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।