নিজস্ব প্রতিবেদক : হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফেছানী(রহ.) ছিলেন দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ তথা দ্বীন ইসলামের সংস্কারক। সমকালীন সব ধরণের ফিতনা, ফ্যাসাদ থেকে দ্বীন ও শরিয়তকে হিফাজত করার জন্য তিনি আজীবন খেদমত করে গেছেন। শরিয়ত ও ত্বরীকতের প্রচার প্রসারে নিজেকে উৎসর্গ করেছেন। বাতিলের কাছে মাথানত করেননি। তাঁর নুরানী জীবনী আলোচনা ও অনুসরণের মাধ্যমে মুসলমানদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিহিত রয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে আন্জুমানে তবলীগে শরীয়ত ও ত্বরীকত শাকপুরার ব্যবস্থাপনায় বোয়ালখালী উপজেলার শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার উদ্দ্যোগে আয়োজিত মুজাদ্দেদীয়া সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফেছানী (রহ.) এর ঈছালে ছাওয়াব মাহফিল ও মুজাদ্দেদীয়া সম্মেলনে পীরে ত্বরিকত শাহ্ মাওলানা নুর মুহাম্মদ (ম.) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গারাঙ্গীয়া দরবারের পীরে ত্বরিকত হযরত শাহ মাওলানা শাহজী কেবলা মজিদী।
মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবদুল হান্নান ও মুফাচ্ছির মাওলানা শাহ আমানত উল্লাহ’র যৌথ সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন হযরত শাহ মাওলানা কাজী নাছির উদ্দীন, হযরত মাওলানা নূর মুহাম্মদ ছিদ্দিকী, হযরত মাওলানা এমদাদুল হক মুনিরী, মাদ্রাসা গভর্নি বডির সভাপতি জাফর আহমদ ছিদ্দিকী, ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস শাইখুল হাদীস আল্লামা মফিজুল হক ও প্রভাষক মাওলানা আবদুল গফুর তালুকদার।
দেশ ও মানুষের কল্যাণ কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করেন মাহফিলে সভাপতি পীরে ত্বরিকত শাহ মাওলানা নুর মুহাম্মদ (ম.)।