নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে মুখে মাস্ক ব্যবহার না করায় ৫জনকে জরিমানা ও সরকারি জায়গা দখল করায় দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এ অাদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ( ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, শ্রীপুর বুড়া মসজিদের প্রবেশ পথে সরকারি জায়গায় দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল কফিল উদ্দিন নামের এক ব্যক্তি। দোকান সরিয়ে নিতে বলার পরও তিনি সরিয়ে না নেওয়ায় দোকান সিলগালা করা হয় এবং মসজিদের জায়গা দখল করায় মহসিনের দোকানে তালা মেরে দেওয়া হয়।
এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে জরিমানা করা হয়েছে।