বোয়ালখালীতে দ্বার উন্মোচনের অপেক্ষায় রয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আওতাধীন নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ঠিকাদারী প্রতিষ্ঠান ইতোমধ্যে কমপ্লেক্সের কাজ শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বুঝিয়ে দিয়েছেন।
মুজিববর্ষ উপলক্ষে এ কমপ্লেক্সের ফিতা কেটে দ্বার উন্মোচনের দিনক্ষণ ঠিক করা হয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।
তিনি জানান, আগামী ২৭ ফেব্রূয়ারি এ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুল আহসান জানান, ২ কোটি ৩১ লাখ ২৪ হাজার ৬১০ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতাধীন এ কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজটি করে ঠিকাদারী প্রতিষ্ঠান কাশেম কনস্ট্রাকশন।
তিনি বলেন, ৫ শতক জায়গার ওপর নির্মিত পাঁচতলা ভিত্তির ৩ তলা বিশিষ্ট এ কমপ্লেক্স ভবনের সম্মুখে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, প্রথম ও দ্বিতীয় তলায় ১২টি দোকানঘর, ৩য় তলায় হলরুম, অফিস কক্ষ, লাইব্রেরি ও মিউজিয়াম।