নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে মিনি বাস উল্টে ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ যাত্রী।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত যাত্রী আবদুল রাজ্জাক (৪২) বরগুনা জেলার মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নং ওয়ার্ড শামসুল আলমের বাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম। এছাড়া আহত হয়েছেন মো. শফিক (২৬), মো. কাইছার (২৪), নাহিদ ফারজানা (২৭), নাজনীন আকতার (২০), রুপন বড়ুয়া (৩৮), রুনা আকতার (২০) ও পলি আকতার (২০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে মো. শফিক এবং নাজনীন আকতারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

ওসি মো. আবদুল করিম বলেন, মিনি বাসটি(চট্টমেট্রো ছ ১১-১১২২) গার্মেন্টস শ্রমিক নিয়ে নগরীর উদ্দেশ্য যাওয়ার পথে আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় উল্টে এ ঘটনা ঘটেছে। দূর্ঘটনা কবলিত বাসটি ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here