আলোকিত ডেস্ক: বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)’কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য জশনে জুলুস আগামীকাল শনিবার সকাল ৮টায় শাহ মাবুদিয়া দরবার শরীফ ও খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়ার মাদ্রাসার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।
এতে ছদারত ও আখেরী মোনাজাত করবেন দরবারে মাবুদিয়ার পীরে তরিকত অধ্যক্ষ মুফতি আবদুর রহিম আলকাদেরী (ম.)।
উক্ত জশনে জুলুসকে সফল করার জন্য শাহজাদা আল্লামা আবদুল করিম আলকাদেরী (ম.) নবী প্রেমিক ও ভক্তদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।