নিজস্ব প্রতিবেদক: শাহ্ মাবুদিয়া দরবারের সাজ্জাদান্শীন পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম আলকাদেরী (মা.) বলেছেন, প্রিয় নবী (সা.)’ আগমনে দুনিয়ায় এলো শান্তির বারতা। মানবজাতির জন্য রহমত হিসেবে আল্লাহ তায়ালা তাঁকে পাঠিয়েছেন। ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিলাদুন্নবী (সা.)’র প্রতি সম্মান।

শনিবার (৯ নভেম্বর) বোয়ালখালী উপজেলার মাবুদিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে তিনি এ কথা বলেন।

আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় জশ্নে জুলুস দরুদ শরীফ, তাকবির ও জিকির সহকারে সকাল সাড়ে ৮টায় শাহ মাবুদিয়া দরবার থেকে শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১২টায় খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসা ময়দানে জমায়েত হয়। এতে জুলুসের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ার‌্যমান মো. নুরুল আলম।

মিলাদুন্নবী (সা.) মাহফিলে তকরির পেশ করেন শাহজাদা আলহাজ্ব আল্লামা মুহাম্মদ আব্দুল করিম আলকাদেরী, মাওলানা ফরিদ উদ্দিন আলকাদেরী, মাওলানা সৈয়দুল হক আনসারী, মাওলানা মাহবুবুল আলম কাদেরী, সাংবাদিক কাজী এম এস এমরান কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহীমি, মাওলানা মনছুর আলম কাদেরী, মাওলানা মনজুর হোসাইন,মাওলানা আব্দুল কুদ্দুছ আলকাদেরী, মোশাররফ হোসেন, মাওলানা ইমাম উদ্দিন রহীমি, আলহাজ্ব জাফর আহমদ আলকাদেরী, মাওলানা আব্দুল খালেক কাদেরী, মাওলানা সরাফত হোসেন, মাওলানা রুহুল আমীন রহিমী প্রমুখ।

যোহরের নামাজ আদায়, সালাত ও সালাম, ফাতেহা শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম আলকাদেরী (মা.)।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here