নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে স্বপন চৌধুরী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্বপন চৌধুরী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের মন্দিরা মেম্বার বাড়ির সুধাংশু চৌধুরীর ছেলে।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকায় অভিযান চালিয়ে মদ বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানান থানার উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান সরকার।
তিনি বলেন, এ সময় মাদক ব্যবসায়ী বন চৌধুরী পালিয়ে যান। মাদক ব্যবসায়ী স্বপনের কাছে থাকা ১০লিটার দেশিয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী স্বপন চৌধুরী ও পলাতক আসামী বন চৌধুরীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।