নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালীতে মাদক নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। ১৫ দিনের সময় বেঁধে দিয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সেবীর স্থান এ উপজেলায় থাকবে না। এসময় তিনি উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ অপরাজিতায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি মুখ্য উপদেষ্ঠার বক্তব্যে এ নিদের্শনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম জাহাঙ্গীর, জাসদ সভাপতি মনির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, আবদুল মান্নান মোনাফ, এসএম জসিম, হামিদুল হক মান্নান, শফিউল আজম শেফু, আবু তাহের, বোয়ালখালী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের, পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালী জোনাল অফিসের ডিজিএম রফিকুল আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলওয়ার হোসেনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here