চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২০-২১ অর্থ বছরে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় স্থাপিত কৃষি প্রদর্শনীর উপর মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত শ্রীপুর-খরণদ্বীপ ব্লকে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. নাছির উদ্দিন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে বহুমূখী সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। যার কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের দেওয়া সুবিধাগুলো কাজে লাগিয়ে দেশের প্রতিটি কৃষক যেন আত্মস্বনির্ভর হয় সেই লক্ষ্যে কাজ করতে সকল সহযোগীতা দিতে আমরা বদ্ধপরিকর। কোনো জমি যেন অনাবাদি না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৌমিত্র দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, বোয়ালখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.সেকান্দর আলম বাবর, আওয়ামী লীগ নেতা আহমেদ মনসুর, কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল ও কৃষক বিপ্লব দে। খবর বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here