বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শামসুদ্দিন মোজাদ্দেদী (রহ:) এর বার্ষিক ফাতেহা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে হাওলা কুতুবিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা মুফতি ফরিদুল আলম রেজভী। এতে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।
মাদ্রাসা অধ্যক্ষ আব্বাস উদ্দিন আনোয়ারীর সভাপতিত্বে ও মাওলানা জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের, এসএম সাহাবুদ্দিন, শফিকুল ইসলাম কুতুবী, এসএম মোজাম্মেল হক, সাংবাদিক সেকান্দর আলম বাবর, এসএম নুরুল মোস্তফা ও এসএম বদরুল মনির।
বক্তারা বলেন, ভালো কাজের মাধ্যমেই মানুষ চির স্মরণীয় হয়ে থাকেন। সমাজের কলুষতা দূর করে জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলন করে গেছেন মাওলানা শামসুদ্দিন মোজাদ্দেদী (রহ:)। তিনি সমাজে যে আলোকবর্তিকা জ্বালিয়ে দিয়েছেন তার কারণেই মানুষ যুগে যুগে তাকে স্মরণ করবেন।