নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে পবিত্র রমজান মাসে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। মাংস ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রেখে সঠিক পরিমাপে প্রতি কেজি গরু ও মহিষের মাংস হাড়সহ ৫০০ টাকা, হাড়ছাড়া ৬৫০ টাকা, ছাগলের মাংস প্রতিকেজি ৭৫০ টাকা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯ মে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাংস বিক্রেতাদের সাথে বৈঠকে বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, প্যানেল মেয়র শাহজাদা এসএম মিজান, পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, পৌর সচিব মুজিবুর রহমান, পৌর প্রকৌশলী কামরুজ্জামান ও হিসাব রক্ষক প্রবীর দাশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক বলেন, মাংসের নির্ধারিত দামের অতিরিক্ত দাবি করলে ও পরিমাপে কারচুপি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মূল্য তালিকা প্রতিটি দোকানে টাঙানোর জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে ।

এবি/ডিবি/সবুজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here