বোয়ালখালীতে যথাযথ যোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে দিবসটির কর্মসূচী সুচনা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা পরিষদ শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণ করে।
সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোজ্জাম্মেল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মুক্তিযোদ্ধা হারুন মিয়া, দক্ষিণজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মো. এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এস.এম জসিম ও শফিউল আজম শেফু প্রমুখ।
বোয়ালখালী প্রেসক্লাব:
মহান শহীদ দিবস উপলক্ষে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বোয়ালখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক এস এম মোদ্দাচ্ছের,অর্থ সম্পাদক আল সিরাজ ভা-ারী, সদস্য দেবাশীষ বড়ুয়া রাজু ও মুহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।
আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ:
মহান শহীদ দিবস উপলক্ষে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি শামশুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্লাটুন কমান্ডার আবদুল লতিফ, কমান্ডার ইসহাক, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আবুল মনছুর, হাজী ইসমাইল,আবুল বশর, জাফর আহমদ, রাখাল শীল, শামশুদ্দীন, হারুন চৌধুরী, তপন বৈদ্য, জালাল আহমদ, ফজল আলম, জাফর আলম, আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শেখ শহিদুল ইসলাম, মো. রাসেল, শহীদুল ইসলাম, দিদার আলম, আহসানুল আলম, রনি দাশ, মনির, সালাহ উদ্দীন, ইউছুপ ও নুর কাদের প্রমুখ।
পাঠশালা:
মহান শহীদ দিবস উপলক্ষে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সামাজিক সংগঠন ‘পাঠশালা’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মূখপাত্র কিশোর দে, প্রিয়জিত চক্রবর্তী, লিংকন তালুকদার, জনি দাশ ও অন্তর দাশ প্রমুখ।
গোমদণ্ডী তাজেদিয়া জয়তুনেচ্ছা এবতেদায়ী মাদ্রাসা:
মহান শহীদ দিবস উপলক্ষে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন গোমদন্ডী তাজেদিয়া জয়তুনেচ্ছা এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আহমুদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সভাপতি কাউন্সিলর সোলায়মান বাবুল, শিক্ষক মাও.নিজাম উদ্দীন, মাও.মোয়াজ্জেম হোসেন, মাও.জাকারিয়া ও প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখা :
মহান শহীদ দিবস উপলক্ষে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহ-সভাপতি সুকুমার নাথ, সাধারণ সম্পাদক অধীর দে, প্রচার সম্পাদক শ্রীবাস বিশ্বাস, ডা.শ্যামা প্রসাদ দাশগুপ্ত, শিক্ষিকা দিপ্তী মল্লিক, উজ্জ্বল শীল, সুভাষ চৌধুরী ও রুমা নাথ প্রমুখ।
তৃণমূল এনডিএম বোয়ালখালী শাখা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে তৃণমূল এনডিএম বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ।
এ উপলক্ষে তৃণমূল এনডিএম বোয়ালখালী পৌরসভার সভাপতি শ্রীবাস বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. প্রণব চৌধুরী। প্রধান বক্তা ছিলেন যুগ্ন মহাসচিব সাদেক চৌধুরী। বক্তব্য রাখেন মিঠুন দাশ, লিটন দত্ত, চম্পক চক্রবর্তী, রুমা নাথ, তমাল বিশ্বাস ও বিপ্লব দে।