আলোকিত ডেক্স : আগামী ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বোয়ালখালী উপজেলায়।

১৯ জুন বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ সভায় জানানো হয় অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস.এম. সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এবি/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here