নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে গত শুক্রবার বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূ রূপনা দাশ নিহতের ঘটনায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে চন্দনাইশের ডিজিএম মোহাম্মাদ রফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপরাপর সদস্যরা হলেন, এজিএম তৌহিদুল ইসলাম ও জুনিয়র ইঞ্জিনিয়ার শিব চরণ দাশ।

উল্ল্লেখ্য, শাকপুরায় ঘরের পাশে বাগানে ছাগল চরাতে গিয়ে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারান গৃহবধূ রূপনা দাশ। তবে এর আগে তারটি মাটিতে পড়ার বিষয় স্থানীয় বিদ্যুৎ অফিসে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নেয়ায় এমনটি ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ নিয়ে জাতীয় ও স্থানীয় দৈনিকগুলোতে গতকাল সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের। এতে তড়িঘড়ি করে তারা তদন্ত কমিটি গঠন করে দায় সারার চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয়দের।

তবে এসব অভিযোগ নাকচ করে সমিতির জেনারেল ম্যানেজার আবু বক্কর ছিদ্দিকী বলেন, কমিটি স্বচ্ছতার সাথে তদন্ত প্রতিবেদন দিবে। এতে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here