নিজস্ব প্রতিবেদক : আগামী ১৮মে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে স্থানীয় প্রশাসনের সাথে বোয়ালখালী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্টিত হয়েছে।
১৪ মে মঙ্গলবার সকালে বোয়ালখালী থানা কার্যালয়ে অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন আহম্মদ খান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি শ্রীমৎ বিপস্সী মহাথের, দীপানন্দ ভিক্ষু, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. মৃণাল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া ও যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক অধীর বড়ুয়া।
এতে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসময় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্য পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন নেতৃবৃন্দ।
এবি/পিএস