নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নগদ অর্থসহ অ্যাসিস্টিভ ডিভাইস (হুইল চেয়ার, চশমা) বিতরণ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ এমপি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো.মোজাম্মেল হক চৌধুরী, অফিসার ইনচার্জ জনাব মো.আবদুল করিম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহেদা বেগম প্রমুখ।