আলোকিত ডেস্ক : বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু ও দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ানকে বহনকারী গাড়িতে হামলা ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে পৌর মেয়রের গাড়ি চালক মো. ইয়াছিন (২৪) আহত হয়েছেন। এছাড়া তাদের গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির এক নেতার আত্মীয়ের জানাজা শেষে নগরে ফেরার পথে কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলীর দাবি, হামলায় আবু সুফিয়ানকে বহনকারী বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু’র পাজেরো গাড়ির কাচ ভেঙ্গে যায়। ওই সময় গাড়িতে ছিলেন আবু সুফিয়ান। কাচ ভেঙ্গে চালক ইয়াছিন আহত হন।
আবু সুফিয়ান বলেন, জানাজা শেষে নগরে ফেরার পথে ছাত্রলীগের বেশ ক’জন নেতাকর্মী গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এতে গাড়ির কাচ ভেঙ্গে যায়। এ ঘটনা বোয়ালখালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
পৌর মেয়র হাজী আবুল কালাম আবু বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ২০-৩০জন লাটিসোটা নিয়ে, ইট পাটকেল ছুঁড়ে মারে। এসময় গাড়ি ভাংচুর করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন জানান, মেয়র সাহেব মিথ্যাচার করছেন। তাদের গাড়ি পাঠান পাড়া এলাকায় একটি কারকে ধাক্কা দিলে দু’পক্ষের মধ্যে বাক বিতণ্ডা হয়। এসময় পাশের কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলো। তারা ক্ষুব্ধ হয়ে ইট পাটকেল ছুঁড়ে। চিৎকার চেঁচামেচিতে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। এখানে ছাত্রলীগকে দোষারোপ করা রাজনৈতিক মিথ্যাচার।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, বিষয়টি নিয়ে দু’পক্ষের লোকজন মৌখিকভাবে জানিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।