নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে হঠাৎ করে বাড়ছে চুরির ঘটনা। একের পর এক চুরির ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। গত একমাসে উপজেলার বিভিন্ন স্থানে ঘটেছে চুরির ঘটনা।
বোয়ালখালী পৌরসভার পূর্ব গােমদণ্ডী শ্রী শ্রী জগদ্বীশ্বরী কালী বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে মন্দিরের অফিস কক্ষে রক্ষিত প্রায় ৪০হাজার টাকা মূল্যের মালামাল। গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জগদ্বীশ্বরী কালী বাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উৎপল কান্তি ধর।
তিনি জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় মন্দিরের পূজারী অফিস কক্ষ তালা বদ্ধ করে তার কক্ষে চলে যান। এরপরদিন সকালে ঘুম থেকে ওঠে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। চোরের দল অফিস কক্ষে রক্ষিত ২টি বড় ষ্ট্যান ফ্যান, ২০টি বালতি, বড় লোহার ১টি কড়াই, পিতলের বড় ৬টি ঘট, ষ্টীলের ৭টি থালা, ১০টি সিলভারের জগ নিয়ে গেছে। এসব মালামালের মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
স্থানীয়রা জানান, জগদ্বীশরী কালি বাড়ির অবস্থান বোয়ালখালী থানার নাকের ডগায়। এরপরও চুরির ঘটনা ঘটেছে । সম্প্রতি খোদ থানা কম্পাউন্ডে রাখা বেশ কয়েকটি গাড়ির ব্যাটারী চুরির ঘটনাও ঘটেছে। তবে এ ঘটনায় ২৫ অক্টোবর শুক্রবার মিজানুর রহমান নামের একজনকে আটক করে আদালতে সোর্পদ করেছে পুলিশ। সে সারোয়াতলী ইউনিয়েনের কঞ্জুরী এলাকার মো. রফিকের ছেলে।
এছাড়া ২২ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম শাকপুরা দারোগার মাঠ সংলগ্ন ক্ষেত্রপাল মন্দিরের ৪টি তালা ভেঙে চুরি হয়েছে আইপিএস ব্যাটারি, পূজার সরঞ্জামসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল। এর আগেদিন সোমবার রাতে মধ্যম শাকপুরার যুবলীগ নেতা মো. মোয়াজ্জেম হোসেনের মোটর সাইকেল চুরি হয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর বোয়ালখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম গােমদণ্ডী এলাকার জাহাঙ্গীর আলমের ঘর থেকে জায়গা-জমির দলিলপত্রসহ আনুমানিক এক ভরি স্বর্ণালংকার চুরি হয়। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, স্ত্রীর অসুস্থতার কারণে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ছিলাম। পরদিন বাড়িতে গিয়ে দেখি, ঘরের পেছনের দরজা ভেঙে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।
গত ১১ অক্টোবর পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী এলাকার নাছির উদ্দীন চৌধুরী বাড়ির ফিরোজ আহমদের নির্মাণাধীন পাকা ঘর থেকে লোহার গ্রীল ও পানির মোটর চুরি করে নিয়ে যায় চোরের দল। এরআগে গত ২৯ সেপ্টেম্বর পৌর সদরের মীর পাড়া এলাকার জাফর টাওয়ার থেকে মো. হারুন নামের এক ব্যক্তির মোটর সাইকেল চুরি হয়। এ নিয়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, সংঘবদ্ধ চোরের দলকে আইনের আওতায় আনতে পুলিশি নজরদারি চলছে। যে কোনো মুর্হুতে তাদের আটক করা হবে।