নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলা ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ৮জন পরীক্ষার্থী। বোয়ালখালী উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার বোয়ালখালীতে এসএসসি পরীক্ষায় ২হাজার ৬শত ৫২জন, ভোকেশনালে ২৫৩ জন ও দাখিলে ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১০জন, কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৩৬ জন, সারোয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৯জন, সৈয়দপুর আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৪জন, শাকপুরা আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০৩জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এর মধ্যে কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩জন, সৈয়দপুর আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১জন ও শাকপুরা আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

এছাড়া শাকপুরা প্রবর্তক কন্যা বালিকা বিদ্যাপীঠ কেন্দ্রে ২৫৩জন এসএসসি ভোকেশনাল ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছে ও শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৪৮৬জন পরীক্ষার্থী মধ্যে ২জন অনুপস্থিত রয়েছে।

অনুষ্ঠিত বাংলা ১ম পত্রের পরীক্ষার দিন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here