নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে নিজ বসতঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় নুরুল আজিম (৩০) নামের এক যুবক মারা গেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী কোরবান আলী সওদাগর বাড়িতে এ  ঘটনা ঘটেছে। নিহত নুরুল আজিম ওই এলাকার মো. হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি বেকারীতে চাকুরী করতেন। তার ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।

নিহত আজিমের মা জাহানারা বেগম জানান, রাতের খাবার সেরে যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে আজিমকে অনেক ডাকাডাকি করে জাগাতে না পেরে তার স্ত্রী ছেলেকে নিয়ে বের হয়ে পড়ে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কীরীটী রঞ্জন বড়ুয়া।

তিনি জানান, অগ্নিকান্ডে আজিম ও শাহ আলম মাঝির বসত ঘর পুড়ে গেছে। আগুনে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও নুরুল আজিম নামের একজনমারা গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দীন ফারুকী জানান, পাশাপাশি দুটি ঘরের একটি বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে তৈরি। সেখানে নুরুল আলম ও নুরুল আজিম নামে দুই ভাই পরিবার নিয়ে বসবাস করেন। তাদের আরেক প্রতিবেশী শাহআলমের নির্মাণাধীন পাকা ঘর।

রাতে লাগা আগুনে এই দুটি ঘর পুড়ে গেছে। বোয়ালখালী ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপক দলের কর্মীরা এসে রাত দেড়টায় আগুন নেভায়। পরে ঘরের ভেতরে ফায়ার কর্মীদের তল্লাশিতে নুরুল আজিমের মরদেহ পাওয়া যায়।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, ‘নুরুল আজিমের স্ত্রী ও চার বছরের সন্তান নিরাপদে বের হতে পেরেছে। কিন্তু নুরুল আজিম পুড়ে একেবারে কয়লা হয়ে গেছেন। সবাই ঘুমে ছিল। অগ্নিকাণ্ডের সময় যে যার যার মতো করে বেরিয়ে গেলেও নুরুল আজিম বের হতে পারেননি।’

এ ঘটনায় বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here