নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে উপজেলা ভিত্তিক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম।
সোমবার (২২ জুলাই) বিকেলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. একরামুল ছিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস. এম. সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল।
টূর্ণামেন্টে বোয়ালখালী পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ২০টি দল অংশগ্রহন করছে। আগামী ২৫ জুলাই কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।