নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১আগষ্ট) বিকেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচী উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মোনাফ মহিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সহ-সভাপতি সাইদুর রহমান খোকা, যুগ্ন সাধারণ জহুরুল ইসলাম জহুর, রিদোয়ানুল হক টিপু, শেখ শহিদুল আলম, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন, সেকান্দর আলম বাবর, মিজানুর রহমান সেলিম, সাইদুল আলম ও মোরশেদ আলম।

এ রক্তদান কর্মসূচিতে সহায়তা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here