জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী- মুজিব বর্ষ ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে খেলাঘরের সদস্যরা ।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন দিশারী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শ্রীচরণ বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক নাজমা আকতার, সুরমি হাবিবা সাদিয়া, ক্রীড়া শরীর চর্চা সম্পাদক প্রবীর শীল,সাংষ্কৃতিক সম্পাদক মনিষা শীল,সমাজ কল্যান সম্পাদক রাজিয়া সুলতানা, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক এস এম মোস্তফা ওসমান সিফাত, প্রিয়া নাথ,অন্তু ধর , আলিফ, মীম, কাইফা, সাবরিনা প্রমুখ।