নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে ফোন পেয়ে অসহায় দুই পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে খাদ্যের অভাবে অভুক্ত দিনাতিপাত করছেন জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের ফোনে সাহায্য চান বোয়ালখালী উপজেলার দুই পরিবার।
এ খবর পাওয়া মাত্রই বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম, উপ-পরিদর্শক তাজ উদ্দিন, দেলওয়ার হোসেন খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যান অসহায় পরিবারগুলোর পাশে।
পুলিশের সহায়তা পাওয়া দুই পরিবারের সদস্যরা বলেন, এ সহায়তা না পেলে ছেলে মেয়ে নিয়ে অভুক্ত থাকতে হতো।
থানার উপ-পরিদর্শক তাজ উদ্দিন বলেন, এসপি স্যারের নির্দেশ পাওয়া মাত্রই খাদ্য সামগ্রী নিয়ে অসহায় পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।
সাহায্য পাওয়া পরিবার দুইটি পৌর সদরের বহদ্দারপাড়া ও পশ্চিম গোমদণ্ডী এলাকার বলে জানান তিনি।