নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে বিবাহিত এক নারীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অাপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।
তিনি বলেন, উপজেলা সদরের এক বিবাহিত নারীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অাপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ায় গত ১৫ জুলাই আইসিটি আইনে মামলা দায়ের করলে তা থানায় রেকর্ড করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। ওই মামলায় গ্রেফতারকৃত সাব্বিরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, উপজেলা সদরের ৬নং ওয়ার্ডের আবদুল হালিম বাবুর্চির ছেলে সাব্বির তার কলেজের এক সহপাঠীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি খুলে গত ২৯ মার্চ থেকে বিভিন্ন সময় গত ১৩ জুলাই পর্যন্ত আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও এডিট করে ছড়িয়ে দেয়। এছাড়া একই সাথে মোবাইলে হুমকি দিয়ে আপত্তিকর মেসেজ দিয়ে আসছিলো।
এ ঘটনায় সাব্বিরকে আসামী করে আরো অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারীর পিতা।