নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ফ্রণ্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল ইসলাম ফারুকীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অগাস্ট) বিকেলে এ বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন বাংলাদেশ ইসলামী ফ্রণ্ট, যুবসেনা, ছাত্রসেনা বোয়ালখালী শাখা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।
পৌর ছাত্র সেনার সভাপতি রবিউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ইসলামী ফ্রণ্ট পৌর সভাপতি মো. জাহাঙ্গীর আলম। প্রধানবক্তা ছিলেন জেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ আহমদ জাকির।
ছাত্র নেতা নাজিম উদ্দিন ও ইসহাকের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী ফ্রণ্ট পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি আলম খান চৌধুরী, উপজেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার সাধারণ সম্পাদক আবদুল মোমেন, সাংগঠনিক সম্পাদক এস কে জাহাঙ্গীর, পৌর বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি নাছির আলম, সাধারণ সম্পাদক সেকান্দর কাদেরী প্রমুখ।