নিজস্ব  প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী বাজারের টিনশেড টেন্ডার ছাড়াই উধাও হয়ে গেছে।

সরকারি এ বাজারের টিনশেড টেন্ডার ছাড়াই কে বা কারা খুলে নিয়ে গেছে তা জানে না উপজেলা প্রশাসন। এতে রাজস্ব বঞ্চিত হলো সরকার।

স্থানীয়রা জানান, এ দুঃসময়ের মধ্যে গত ৪-৫দিন আগে বাজারের বিশাল টিনশেড খুলে নিয়ে যাওয়া হয়েছে।

ফকিরাখালী বাজারের ছবিটি গত এক সপ্তাহ আগে তোলা।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানায়, ফকিরাখালী বাজার উন্নয়নের জন্য সম্প্রতি একটি বরাদ্দ এসেছে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। মের্সাস জেমু এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছেন।

উপজেলা সহকারী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, ফকিরাখালী বাজারে শেড নির্মাণ, টয়লেট নির্মাণ ও টিউবওয়েল বসানোর জন্য বরাদ্দ পাওয়া গেছে। তবে বাজার উন্নয়নের এ কাজ অফিসিয়ালি ভাবে এখনো ঠিকাদারকে বুঝিয়ে দেয়া হয়নি।

বাজারের এ সম্পত্তি উপজেলা প্রশাসনের। কেউ যদি নিলাম বিহীন স্থাপনা নিয়ে যায় সেটা অবৈধ- যোগ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, আমাদের কাছে বরাদ্দের বিষয়ে কোনো চিঠি আসেনি বিধায় কিছু বলতে পারছি না। টিনশেড নিয়ে যাওয়ার ব্যাপারেও জানি না।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলমের মুঠো ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ সচিব মো. কামরুল হাসান তালুকদার জানান, বরাদ্দের বিষয়ে অবগত হয়েছি। কিন্তু বাজারের শেড কারা খুলে নিয়েছে জানি না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here