নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে সবজির দোকান, ঔষধ ও মুদির দোকান ব্যতীত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলায় জনসমাগম এড়াতে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

এ ইস্যুতে কেউ যাতে ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। একের অধিক ব্যক্তি অহেতুক আড্ডা বা ঘোরাফেরা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীদের নজরদারিতে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ নির্দেশিত হোম কোয়ারেন্টাইন যথাযথ অনুসরণ করতে হবে। এতে নিজের পরিবার ও এলাকার মানুষের কল্যাণ হবে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন প্রবাসীদের বাড়ি চিহ্নিত করে লাল পতাকা উড়িয়ে দিয়ে সতর্ক ও সঙ্গনিরোধ থাকার পরামর্শ দিয়েছে।

এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করায় উপজেলার গোমদন্ডী ফুলতলে রিপন দেবনাথ নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) বিকেলে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ রয়েছে। কেউ প্রয়োজনের অতিরিক্ত ক্রয় না করার অনুরোধ জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here