নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছেন সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম। তিনি পি.সি.সেন সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি হিসেবে ২০১৯ সালের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহেদা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ সমীর কান্তি দাশ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর, সৈয়দা আমাতুল্লাহ্ আরজু, শাহরিয়ার সুলতানা ও সাংবাদিক সেকান্দর আলম বাবর।
এই দিন ২০১৮ ও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে ১১ ক্যাটাগড়িতে নির্বাচিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।