নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করায় বেলাল হোসেন(৩০) নামের এক যুবককে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বেলাল হোসেনকে আটক করে থানা পুলিশ।

আটককৃত বেলাল হোসেন উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিপুর গ্রামের মৃত আলতাজ মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, নিজের ফেসবুক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের ছবি বিকৃত করে পোস্ট করায় বেলালকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here