নিজস্ব প্রতিবেদক: চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে বিদ্যুৎ চৌধুরী সুমনকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার কধুরখীল খোকার দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী থানার সহকারী উপ-পরিদর্শক মো. আনিসুজ্জামান।
বিদ্যুৎ চৌধুরী সুমন কধুরখীল নাপিতের ঘাটা এলাকার সুখেন্দু বিকাশ চৌধুরীর ছেলে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, গ্রেফতারকৃত বিদ্যুৎ চৌধুরী সুমনকে গত ১০ জানুয়ারি চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ চেক প্রতারণা মামলায় ১বছরের সশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। তাকে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।